দাদুর ছায়া ভূত

 দাদুর ছায়া ভূত 

অতনু সরকার 


রাতের খাবার শেষ করে আমারা নাতি-নাতনিরা গোল করে ঘিরে বসেছি দাদুর চারপাশে। বাইরের বাতাসে শাল গাছের পাতাগুলো কাঁপছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ছুঁয়ে যাচ্ছে। দাদু তার মোটা কম্বল গায়ে দিয়ে হাসল আর বলল - এই রাতে ভুতের গল্প শুনলে আর ঘুম আসবে না। 

আমারা সমস্বরে বললাম-  না না দাদু আজ কিন্তু বলতেই হবে।  

দাদু আবার একগাল হেসে বলল - আচ্ছা বেশ। শোনো তাহলে , তোমরা ভূতে বিশ্বাস করো কি না আমি  জানি না, কিন্তু আজ তোমাদের একটা সত্যি ঘটনার কথা বলবো। 

আমরা সবাই শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে রইলাম।

দাদু কম্বল্টা ভাল করে টেনে নিয়ে বলল- অনেক বছর আগে, যখন আমি তোমাদের মতো ছোট ছিলাম, তখন আমাদের গ্রামের বাইরে একটা পুরনো বাড়ি ছিল। কেউ সেখানে যেতে চাইত না। কারণ সবাই বলত, সেখানে রাতের বেলায় একটা ছায়া দেখা যায়।

ছোট্ট মিষ্টি  অরুণ জিজ্ঞেস করল -  ছায়া? 

দাদু ফিসফিস করে বলল - হ্যাঁ, ছায়া। ওই বাড়িতে এক বৃদ্ধ থাকতেন, কিন্তু একদিন তিনি হারিয়ে গেলেন। তারপর থেকেই, কেউ সেখানে রাতে গেলে শুনতে পেত নানান শব্দ, কারও ফিসফিসা্নি, আবার কখনও অদ্ভুত হাসি! 

আমারা সবাই আতঙ্কিত হয়ে গেলাম। বললাম - তারপর? 

দাদু বলল - আমার বন্ধু কৃষ্ণ একদিন সাহস করে সেখানে গিয়েছিল। অ ছিল খুব সাহসি। সেখান থেকে ফিরে  সে বলেছিল, সে একটা ধোঁয়াটে ছায়া দেখতে পেয়েছে, আর মনে হয়েছিল কেউ তার নাম ধরে ডাকছে!

রাহুল উৎকণ্ঠিত হয়ে জানতে চাইল - তারপর? 

দাদু ধীরে ধীরে বলল - তারপর, সে তার সাহসে ভরকরে  আরো এগিয়ে গেলো। যত এগোতে লাগলো ততই কে যেন তার নাম ধরে ডাকছে। সে মন্ত্র মুগ্ধের মতো এগতে লাগল। আর অর সামনে দিয়ে একটা সাদা ছায়া মূর্তি যেন ওকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হটাত এক দল শিয়াল দেকে অথে ওর খুব কাছে। ওর সম্বিত ফিরে আসে শিয়ালের ডাকে। ভুতের ভয় থেকে ওর তখন শিয়ালের ভয় বেশি করেতে থাকে। শিয়ালের ভয়ে সে উল্ট দিকে দৌড় দেয়। আর সেই এক দৌড়েই  সোজা বাড়ি।  আর কখনও সেই বাড়ির দিকে তাকায়নি ও। তবে আজও, সেই বাড়ি থেকে শোনা যায় ফিসফিসনি শব্দ আর দরজার ধাক্কাধাক্কি, আর দেখা যায় একটা ছায়া…। যারা রাতে মাছ ধরতে যায় তারা অনেকে দেখেছে নাকি।  

 থিক সেই সময় এক বিকট শব্দে জানালার পাশের গাছের একটা ডাল ভেঙ্গে পড়লো। । নাতি-নাতনিরা চমকে উঠে দাদুর কাছে আরও গুটিয়ে বসলো।

দাদু হেসে বলল - ভয় নেই আমি তো আছি। আসলে ভূতের গল্প কখনো ফুরোয় না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ