একটা কবিতা তোমায় দিলাম



একটা কবিতা তোমায় দিলাম


জীবনের অনেকটা পথ হেঁটে যখন ক্লান্ত আমি,

যখন দিশাহীন একটা মন ছুটে চলেছে 

পথ হারা উদ্ভ্রান্ত পথিকের মতো

তখন সাহারার বুকে জল এলে তুমি।।

জীবনের মধ্য গগনে যখন মেঘ জমেছিল,

তবু জমাট বাঁধছিল না মেঘের দল

ছুটছিল দিশাহীন জমাট বাঁধার আশায়

তখন তোমার উপস্থিতি জানান দিল।

এলো বৃষ্টি, বন্যায় ভেসে গেলো

যত জমানো খেদ, আর যন্ত্রণা যা ছিল মনে।

ডুবিয়ে দিল হঠাৎ আমায় তোমার কলকল্ললিত যৌবনে।

হারানো আশা আর স্বপ্ন রা ফিরে এলো

রঙিন স্বপ্ন আর আশায় জীবন ভরে উঠলো। 

কত কিছু দিলে আমায় আপন করে

দিলে প্রেম মনের মাধুরী ভরে।

আমি কি দিলাম জানিনা, কিছু তো নেই আমার

যা কিছু আছে সবই তো তোমার।

তোমার যা কিছু সবই নিলাম 

বিনিময়ে একটা কবিতা তোমায় দিলাম।।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ